Site icon Jamuna Television

নিউজিল্যান্ডে গরুর ওপর নতুন কর প্রস্তাব

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন মোকাবেলার অংশ হিসেবে খামারের প্রাণীদের ঢেকুর ও মূত্র থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের ওপর কর আরোপের প্রস্তাব করেছে নিউজিল্যান্ড সরকার।

সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বে প্রথম দেশ হিসেবে এমন কর আরোপের সিদ্ধান্ত নিলো নিউজিল্যান্ড। এই সিদ্ধান্তের ফলে আগামী ২০২৫ সালের মধ্যে কোনো না কোনোভাবে দেশটির কৃষকদের কৃষি নির্গমনের জন্য কর দিতে হবে।

নিউজিল্যান্ডের মোট কার্বন নির্গমনের প্রায় অর্ধেকই হয় কৃষিখাত থেকে। মূলত এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, সরকারের এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন সে দেশের কৃষকরা। দেশটির গবাদিপশু সম্পর্কিত সংগঠনগুলো বলছে, এই পরিকল্পনা নিউজিল্যান্ডের ছোট শহরগুলোর অর্থনীতি ভেঙে দেবে।

করের পরিমাণ নির্ধারণের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি; তবে সরকার বলছে, এর মাধ্যমে কৃষকদের জলবায়ু-বান্ধব পণ্যের খরচ পুষিয়ে নেয়ার সুযোগ থাকবে।

/এনএএস

Exit mobile version