Site icon Jamuna Television

নাটোরে অটোভ্যান উল্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় অটোভ্যান উল্টে ফারজানা (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার কলম ইউনিয়নের কালীনগর গ্রামের ওমর ফারুকের মেয়ে। স্থানীয় ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য শিহাব ও নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার (১২ অক্টোবর) সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে এসএসসি ব্যবহারিক পরীক্ষা শেষে বিকেল ৫টায় অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন ফারজানা। পথে নুরপুর এলাকায় পৌঁছলে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় অটোভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম বলেন, ফারজানা ভালো ছাত্রী ছিলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা খুবই শোকাহত।

এটিএম/

Exit mobile version