Site icon Jamuna Television

কাতার বিশ্বকাপের টিকিট থাকলে বিনামূল্যে ভ্রমণ করা যাবে পাবলিক ট্রান্সপোর্টেশনে

ফিফা বিশ্বকাপকে ঘিরে প্রস্তুত হচ্ছে কাতার। মাঠের খেলার পাশাপাশি সুষ্ঠু ব্যাবস্থাপনার দিকেও নজর আছে দেশটির। বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারে নেয়া হয়েছে বিশেষ যোগাযোগ ব্যবস্থা। স্টেডিয়াম ও বিশ্বকাপের আয়োজন সংলগ্ন এলাকায় মোট ৩৭টি স্টেশন বসানো হয়েছে। দর্শকদের সুবিধার জন্য থাকছে পাবলিক বাস; যেখানে ম্যাচ টিকিট এবং টুর্নামেন্টের জন্য বিশেষ হায়া কার্ড থাকলে স্টেডিয়াম পর্যন্ত বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন দর্শকরা।

এছাড়াও প্রস্তুত আছে প্রায় ৩ হাজার ট্যাক্সি, উবারে নিবন্ধিত ১১ হাজার গাড়ি এবং সাড়ে ৩ হাজার কারিম কার।

কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির নির্বাহী পরিচালক আব্দুল্লাজিজ আল মাওলাওলি বলেন, আমরা যোগাযোগ ব্যবস্থার জন্য সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এ রকম একটা বড় ইভেন্টে যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের গন্তব্য স্টেডিয়াম, তাদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা আমরা নিশ্চিত করব।

বিশ্বকাপ উপলক্ষ্যে আগামী ১ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত দেশটির দোহা কর্নিক স্ট্রিটে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। যানজটের বিড়ম্বনা এড়াতে ৭ কিলোমিটারের এই রাস্তাকে শুধুমাত্র পায়ে হাঁটার রাস্তা হিসেবেই ব্যাবহার করতে হবে।

এদিকে, দোহা মেট্রো ব্যবস্থার সাথে সরাসরি সংযোগ স্থাপন করা হয়েছে বিশ্বকাপের ৮ ভেন্যুকে। ৫টি ভেন্যু এমন, যেগুলো থেকে মেট্রো স্টেশনের দুরত্ব হাঁটা পথ। অন্য তিনটি ভেন্যুতে যাওয়ার জন্য মেট্রো স্টেশন থেকে থাকবে বিশেষ বাস সুবিধা।

/এমএন

Exit mobile version