Site icon Jamuna Television

ডেঙ্গু: অধিকাংশই মারা গেছেন হাসপাতালে ভর্তির ৩ দিনের মধ্যে

ফাইল ছবি।

হাসপাতালে যাওয়ার ৩ দিনের মধ্যেই মারা যায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী- এমনটাই জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৭৫ জনের মধ্যে ৪৮ জনই মারা গেছেন ভর্তি হওয়ার ৩ দিনের মধ্যে।

আইইডিসিআর জানিয়েছে, এ বছর ডেঙ্গুর ৩টি ভ্যারিয়েন্ট সক্রিয় রয়েছে। এর মধ্যে ঢাকায় পাওয়া যাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট ডেন-৪। এ সময়, রাজধানীর মিরপুর, উত্তরা, মুগদা,কেরানীগঞ্জ যাত্রাবাড়ী, ধানমন্ডি বাসাবো, খিলগাঁও এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় দেশে মোট আক্রান্ত হয়েছেন ৬৪৭ জন। এর মধ্যে শুধু ঢাকায়ই ৪১৫ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।

/এসএইচ

Exit mobile version