Site icon Jamuna Television

নেইমার মাটিতে পড়ে গেলেই ফ্রি পানীয়!

আজকের সার্বিয়া-ব্রাজিলের খেলায় নেইমার মাঠে পড়ে গেলেই সবাইকে ফ্রি পানীয় (অ্যালকোহল) বিতরণ করা হবে। এমনটাই ঘোষণা দিয়েছে ব্রাজিলের একটি বার।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ব্রাজিলের বার শপ স্যার ওয়াল্টার স্কট তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে যে, আজকের সার্বিয়া-ব্রাজিলের খেলায় নেইমার মাঠে পড়ে গেলেই ঐ সময় দোকানে যারা উপস্থিত থাকবে সবাইকে এক পেগ করে পানীয় দেয়া হবে। এভাবে যতবার পড়বে ততবার দেয়া হবে।

মূলত: মাঠে বারবার পড়ে যাওয়ার সমালোচনা করে বারশপ এই ঘোষণা দেয়। এর আগে কোস্টারিকার বিপক্ষে নেইমার হুট করেই ডি-বক্সে পড়ে গেলে রেফারি পেনাল্টি দেয় কিন্তু  ভিএআর মাধ্যমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভিনয় ধরা পড়ে রিভিউতে। ফলে রেফারিকে তার সিদ্ধান্ত করে বাতিল করতে হয়। পরে হলুদ কার্ড পায় নেইমার।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয় নেইমারের।

 

Exit mobile version