Site icon Jamuna Television

ইসি সদস্যদের পদত্যাগ বা উচ্চ আদালতে যাওয়ার আহ্বান বিএনপি নেতা আলালের

সব জায়গায় নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। নির্বাচন কমিশনের সদস্যদের উদ্দেশে বলেন, পদত্যাগ করুন অন্যথায় উচ্চ আদালতের দারস্থ হোন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, যারা নিজেদের প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারে না, একটা উপনির্বাচন করতে পারে না; তাদের বুঝতে হবে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে না।

বিএনপির এ যুগ্মমহাসচিব আরও বলেন, ভয় নিয়ে সরকারের ক্ষমতায় থাকার দরকার কী। বিএনপির সমাবেশে মানুষের ঢল মুক্তিকামী মানুষের মনে শক্তি জোগাবে।

/এমএন

Exit mobile version