Site icon Jamuna Television

ছেলের মুখে প্রথমবারের মতো ‘বাবা’ ডাক শুনলেন সিয়াম

ছবি: সংগৃহীত

৬ মাস বয়সী ছেলের মুখে প্রথমবারের মতো ‘বাবা’ ডাক শুনেছেন অভিনেতা সিয়াম আহমেদ।

বুধবার (১২ অক্টোবর) রাতে ছেলেকে কাঁধে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সিয়াম। বাবার কাঁধে চড়ে বেশ হাসিখুশি জায়ান।

ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘১১-১০-২২, প্রথমবারের মতো জায়ান আব্বু ডেকেছে।’

সিয়ামের পোস্টটি নেটিজেনদের নজরে এসেছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৮৬ হাজারের বেশি প্রতিক্রিয়া, ২ হাজারের বেশি মন্তব্য ও দুই শতাধিক শেয়ার হয়েছে। তার সেই পোস্টের কমেন্টে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।

/এনএএস

Exit mobile version