Site icon Jamuna Television

লাইফ সাপোর্টে অভিনেতা মাসুম আজিজ

জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত খ্যাতনামা অভিনেতা মাসুম আজিজ।

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজ হাসপাতালে ভর্তি আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৩ অক্টোবর সকালে তাঁকে ‘লাইফ সাপোর্টে’ নেয়া হয়েছে বলে জানা গেছে।

গত কয়েক বছর ধরে ক্যানসার ও হৃদ্‌রোগে ভুগছেন এ অভিনয়শিল্পী। অভিনয়শিল্পী পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন থিয়েটারে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ১৯৮৫ সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেন। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

/এসএইচ

Exit mobile version