Site icon Jamuna Television

ভোট কেন্দ্রের গোপন কক্ষে আধিপত্য বিস্তারের অভিযোগে যুবক কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি : 

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটারের আঙুলের ছাপ নেয়ার পর গোপন কক্ষে আতিপত্য বিস্তারের অভিযোগে সুজন মিয়া নামে এক যুবককে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রজব আলী জানান, বুধবার ভোটগগ্রহণ চলাকালে সাঘাটা উপজেলার সন্নাসদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনাধিকার চর্চা করেন সুজন মিয়া নামে এক যুবক। কেন্দ্রের বাইরে থেকে ভোটার ধরে এনে আঙুলের ছাপ নিয়ে নিজেই মন মতো মার্কায় ভোট মারতে থাকেন তিনি। এতে বাধা দেয়ায় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাজেদুল ইসলামের সাথে তর্কে জড়ান সুজন। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনার ওইদিন রাতে প্রিজাইডিং কর্মকর্তা মাজেদুল ইসলাম বাদী হয়ে কেন্দ্রে অনধিকার প্রবেশ, জাল ভোট দেয়াসহ কয়েকটি অভিযোগ তুলে সুজন মিয়ার বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মামলা করেন। 

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে আটক সুজন মিয়াকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সাঘাটা) আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক ফারুক হোসেন শুনানি শেষে সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

সুজন মিয়ার বাড়ি সাঘাটা উপজেলার টেপা পদুমশহর গ্রামে। তিনি ওই গ্রামের সাহিদুল ইসলামের ছেলে। তবে সুজনের কোনো রাজনৈতিক দলের পদে নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।

/এনএএস

Exit mobile version