Site icon Jamuna Television

ছেলের ছবি পোস্ট করে সবাইকে ‘সাবধান’ করলেন বুবলী

ছবি: সংগৃহীত

আড়াই বছর পর ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন চিত্রনায়িকা বুবলী। শাকিব-বুবলীর প্রথম সন্তান বীর।

৩০ সেপ্টেম্বর শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সাথে ছবি পোস্ট করে লেখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

সামাজিক যোগামাধ্যমে ফের বীরের ছবি পোস্ট করে সতর্ক করলেন বুবলী সবাইকে। বীরের নতুন কয়েকটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘সবাই সাবধান, শহরে নতুন বাপজান’।

প্রসঙ্গত, ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।

/এনএএস

Exit mobile version