Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর সমাধিতে নব নিযুক্ত সেনা প্রধানের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ বুধবার সকাল সোয়া ১০ টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল নতুন সেনা প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলের সুর বেজে ওঠে।

এরপর ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাশে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন নতুন সেনা প্রধান।

এ সময় তার সাথে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ নাঈম আশফাক চৌধুরী ও ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সকাল ১০ টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া হ্যালিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে আসেন। বেলা ১১ টায় তিনি হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়া ত্যাগ করে।

Exit mobile version