Site icon Jamuna Television

নিলামে তোলা হচ্ছে ‘হ্যান্ড অফ গড’ খ্যাত গোলের সেই ফুটবলটি

ছবি: সংগৃহীত

ডিয়েগো ম্যারাডোনার নাম উচ্চারিত হলেই সামনে চলে আসে ইংল্যান্ডের বিপক্ষে তার করা বিতর্কিত সেই গোলের মুহূর্ত। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচে জোড়া গোল করেন ম্যারাডোনা। এর মধ্যে একটি ছিল বিতর্কিত।

হেড করার বদলে হাত দিয়ে গোল করেছিলেন তিনি। যাকে ‘হ্যান্ড অব গড’ বলে পরবর্তী কালে আখ্যা দিয়েছিলেন স্বয়ং আর্জেন্টাইন অধিনায়ক।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সেই ম্যাচের বল উঠতে যাচ্ছে নিলামে। বলটির সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে ২-৩ মিলিয়ন ডলার।

এতদিন এই বল ছিল সেই ম্যাচের রেফারি আলী বিন নাসেরের কাছে। নিলামে তোলার ব্যাপারে এই রেফারি বলেছেন, এই বল ফুটবল ইতিহাসের একটা অংশ। বিশ্বের সাথে ভাগাভাগি করে নেয়ার এটিই উপযুক্ত সময়।

কাতার বিশ্বকাপের বিশেষ একটি ইভেন্টের অংশ হিসেবে ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। বিখ্যাত এই বল ক্রয়ের জন্য ক্রেতাদের ২৮ অক্টোবর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

/এনএএস

Exit mobile version