Site icon Jamuna Television

শ্বাসরুদ্ধকর ম্যাচের পর চিকিৎসকের শরণাপন্ন ম্যারাডোনা

ম্যাচের ১৪ মিনিটে আর্জেন্টিনার প্রথম গোলের পর দু’হাত তুলে ঈশ্বরের কাছে কি বলেছেন ম্যারাদোনা?
হুবহু না মিললেও যেন বোঝা যাচ্ছিলো অনেক অপেক্ষার পর মেসির এই গোলে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছেন সষ্টিকর্তাকে। না হলে যে ম্যারাদোনার উত্তরসূরীদের প্রথম রাউন্ডেই ঘরে ফিরতে হত খালি হাতে।

এভাবে প্রতি মাঝে মধ্যেই তাকে দেখা গেছে উৎযাপন করতে। টিভি পর্দায় না দেখা গেলেও বিবিসির এক ছবিতে দেখা গেছে তাকে দুহাত দিয়ে ধরে রেখেছে দুজন। অসুস্থতার জন্য দাঁড়াতেই পারছেন না তবু মেসিদের অনুপ্রেরণা যোগাতে মাঠে ছুটে এসেছেন।

অবশ্য প্রথমার্ধের পর তাকে আর দেখা যায়নি। অসুস্থ বোধ করলে তিনি নাকি ভিআইপি গ্যালারি থেকে ঘুমোতে যান। তাকে আবার দেখা যায় ম্যাচের ৮৬ মিনিটে। রোহোর গোলের পর অন্য পোশাকে। স্বভাব-সুলভ উত্তেজনা আর উচ্ছ্বাসে। তবে ম্যাচ শেষে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তবে ম্যারাদোনা জানান তিনি এখন সুস্থ আছেন।

Exit mobile version