Site icon Jamuna Television

শ্রীপুরে বসতবাড়িতে ভয়াবহ আগুন, অর্ধ শতাধিক ঘর পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অর্ধ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে নয়নপুর ডেকো গার্মেন্টসের পাশের বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকার হক মিয়ার বাড়িতে ভাড়া দেওয়া কয়েকটি রুমে আগুন জ্বলতে দেখে প্রথমে নেভানোর চেষ্টা করে এলাকাবাসী। মুহূর্তে আগুন আশপাশের কক্ষগুলোতেও ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বেলাল হোসেন বলেন, খবর পেয়ে রাত পৌনে দশটার দিকে মাওনা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের ১টি ইউনিটও তাদের সাথ যোগ দেয়। তাদের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুণের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানতে পারেনি ফায়ার সার্ভিস।

/এডব্লিউ

Exit mobile version