Site icon Jamuna Television

চেন্নাইয়ে শিক্ষিকার সাথে ব্রেকআপ হওয়ায় ছাত্রের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

১৭ বছর বয়সী এক ছাত্রের সাথে শিক্ষিকা প্রেমের সম্পর্ক ব্রেক করায় অভিমানে ওই ছাত্র আত্মহত্যা করেছে। আর তার জেরে গ্রেফতার হয়েছেন ওই শিক্ষিকা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ২০ কিলোমিটার দূরের আম্বাতুর নামের একটি গ্রামে সরকারি সহায়তা পরিচালিত একটি স্কুলে পড়াতেন ওই শিক্ষিকা। ৩ বছর আগে যখন ওই কিশোর দশম শ্রেণিতে ছিল তখন থেকেই ওই শিক্ষিকা তাকে পড়াচ্ছিলেন। ওই শিক্ষার্থী প্রায়ই তার সহপাঠীদের নিয়ে শিক্ষিকার বাড়িতে যেত। আর এতেই সন্দেহের তীর দানা বেধে ওঠে।

স্থানীয় আম্বাতুরের পুলিশ পরিদর্শক জ্যোতিকালক্ষী বলেন, ওই শিক্ষিকার বাগদান হয়ে যাওয়ায় ছাত্রের সাথে সম্পর্কের ইতি টানেন। তবে কিশোরটি সম্পর্ক চালিয়ে যেতেই আগ্রহী ছিল।

ওই কিশোর মাত্র এক মাস আগে তার দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর আত্মহত্যা করে। তবে ওই কিশোরের মায়ের দাবি, তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। পুলিশের দাবি, তারা ওই কিশোরের ফোনে শিক্ষিকার বেশ কিছু ছবি খুঁজে পেয়েছিল। সেই সূত্র ধরেই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়।

/এনএএস

Exit mobile version