Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে উত্তর কোরিয়ার মিসাইল হামলা

ছবি: সংগৃহীত

সীমান্তে যুদ্ধবিমান ওড়ায়, দক্ষিণ কোরিয়ার দিকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে উৎক্ষেপণ করা হয় এ মিসাইল। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, বৃহস্পতিবার সীমান্ত থেকে ১২ কিলোমিটার দূরত্বে চিহ্নিত হয় প্রতিবেশী রাষ্ট্রের যুদ্ধবিমান। হুঁশিয়ার করতেই ওড়ানো হয় এফ- ৩৫ ফাইটার জেটসহ অন্যান্য উড়োযান।

সিউলের অভিযোগ, গেলো সপ্তাহেও আকাশসীমা লঙ্ঘন করেছে পিয়ংইয়ং। তাছাড়া, গেলো দু’সপ্তাহে ৯ দফা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দেশটি। যার ফলে, প্রতিবেশীর ওপর পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে দক্ষিণ কোরিয়া। কালো তালিকাভুক্ত করা হয় ১৫ ব্যক্তি ও ১৬ প্রতিষ্ঠানকে।

মূলত, উপকূলে মার্কিন রণতরী মোতায়েন এবং যৌথ মহড়াকে কেন্দ্র করেই একের পর এক মিসাইল ছুঁড়ছে দেশটি।

/ এনএএস

Exit mobile version