Site icon Jamuna Television

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চাই: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি:

‘শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে আজ শুক্রবার (১৪ অক্টোবর) উদ্বোধন হলো দুই দিনব্যাপী ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব।

বিতর্ক উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চাই। যেখানে আছে সেখানে আরও ভালো এবং যেখানে নেই সেখানে চর্চা শুরু করতে চাই। কারণ বাংলাদেশে দীর্ঘদিনের বিতর্ক চর্চার ঐতিহ্য রয়েছে।

জাতীয় পর্যায়ের এই বিতর্ক উৎসবে সারাদেশের ৩২টি বিশ্ববিদ্যালয়সহ প্রায় ১৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক অংশগ্রহণ করেছে। বিতার্কিকদের সাথে শিক্ষকসহ সবমিলিয়ে প্রায় ৭ হাজার লোকের সমাগম হয়েছপ এ বিতর্ক উৎসবে।

/এনএএস

Exit mobile version