Site icon Jamuna Television

হারিস রউফের বলে ভেঙে গেলো ফিলিপসের ব্যাট (ভিডিও)

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলা ওয়াশে সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। শুক্রবার (১৪ অক্টোবর) ফাইনালে কিউইদের ৫ উইকেটে পরাজিত করেছে তারা। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের দেয়া ১৬৪ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে ৩ বল হাতে রেখে। ফাইনালেও বল হাতে গতির ঝড় তুলেন পাক পেসার হারিফ রউফ।

তার একটি বলে ভেঙে গেছে গ্লেন ফিলিপসের ব্যাট।

ফাইনালে ৪ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে হারিস শিকার করেছেন দু’টি উইকেট। গ্লেন ফিলিপসকে না ফেরাতে পারলেও ভেঙে দিয়েছেন তার ব্যাট। কিউই ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলটি ১৪৩ কিলোমিটার গতিতে করেন হারিস। বলটি ছিল অফস্ট্যাম্পের ওপরে। বলটি খেলার পর ভেঙে যায় ফিলিপসের ব্যাট।

ব্যাট ভাঙার দৃশ্যের ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

https://twitter.com/i/status/1580748030176739328

/এনএএস

Exit mobile version