Site icon Jamuna Television

দাদার ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বিয়ের আসরে উপস্থিত বর

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

দাদার ইচ্ছা পূরণ করতে হাতির পিঠে চড়ে বিয়ের আসরে উপস্থিত হয়েছেন নওগাঁর যুবক রাসেল। নওগাঁর জেলার ধামইরহাট উপজেলা সদরের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে রাসেল তার দাদার খুব প্রিয় নাতি। তাই দাদার শেষ ইচ্ছা পূরণেই শুক্রবার (১৪ অক্টোবর) পাশের গ্রাম বেলঘড়িয়াতে বিয়ের আসরে হাতির পিঠে সওয়ার হয়ে উপস্থিত হন তিনি।

রাসেলের জন্ম ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নে শিববাটি গ্রামে। পরিবারের সদস্যরা জানান, রাসেল তার দাদার খুব প্রিয় নাতি। তার ছোট বেলায় দাদা রাজকীয় বিয়ের অছিয়ত করেছিলেন। সেই ইচ্ছা পূরণ করতে রাসেলের ‘রাজকীয় বিয়ে’র আয়োজন করা হয়।

এই বিয়ে উপলক্ষে বাড়িতে এক সপ্তাহ ধরে চলে প্রস্তুতি। ৫০ হাজার টাকায় হাতিটি ভাড়া করে আনা হয়েছে বলে জানায় স্বজনরা। হাতির পিঠে চড়ে বর উপস্থিত হওয়ায় বিয়ে বাড়িতে তৈরি হয়েছে এক ভিন্ন আনন্দঘন পরিবেশ।

এসজেড/

Exit mobile version