Site icon Jamuna Television

পরাজিত হলে নতুন সরকারকে স্যালুট করে ক্ষমতা ছাড়বে আ.লীগ: কৃষিমন্ত্রী

আগামী নির্বাচনে পরাজিত হলে নতুন সরকারকে স্যালুট করে ক্ষমতা ছাড়বে আওয়ামী লীগ; তবুও বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের শতাধিক নেতৃবৃন্দের দুই দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপির পায়ের নীচে মাটি না থাকলেও তারা ক্রমাগত আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। এই ধরনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না।জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ কর্মীরা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে।

এ সময় তিনি প্রযুক্তিজ্ঞানে অভিজ্ঞদের কৃষিখাতের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। দেশব্যাপী শিল্পকারখানা গড়ে উঠলেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের কাজের ক্ষেত্র আরও প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version