Site icon Jamuna Television

বিএনপির সন্ত্রাস-পরিকল্পনাকে রুখে দিয়েছে গাজীপুরবাসী: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের- ফাইল ছবি

বিএনপির সন্ত্রাস সৃষ্টির পরিকল্পনাকে রুখে দিয়ে গাজীপুরবাসী সুষ্ঠু নির্বাচন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জনরায় শেখ হাসিনার উন্নয়নের পক্ষে বলে মন্তব্য করে তিনি বলেন, ৯ কেন্দ্র ছাড়া কোথায় অনিয়ম হয়েছে বিএনপিকে তার প্রমাণ দিতে হবে।

তার মতে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি যে নালিশ করেছে গাজীপুরের মানুষ তা গ্রহণ করেনি।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করে বিএনপির মহাসচিবের পুনরায় নির্বাচনের দাবি প্রসঙ্গে দলটিকে বিদেশিদের কাছে নালিশ করার পরামর্শ দেন সেতুমন্ত্রী। বলেন, নালিশ করতে বলুন বিদেশিদের কাছে। তাদের নালিশ গাজীপুরের লোক গ্রহণ করেনি। বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version