Site icon Jamuna Television

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিল শুনানি ৩ জুলাই

ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানির জন্য ৩ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার আইনজীবীদের মামলার পেপারবুক সরবরাহের নির্দেশও দিয়েছেন।

ধার্য দিনে উভয়পক্ষের শুনানির বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে খালেদার আইনজীবীরা জানান, ৩১ জুলাইয়ের মধ্যে এই মামলায় আপিল শুনানি শেষ করতে আপিল বিভাগের যে আদেশ তার বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন তারা। একইসাথে মামলার পেপারবুক এখনো পর্যালোচনা করে দেখেননি তারা। তাই আপিল শুনানি শুরু করতে আরো সময় চান। কিন্তু আদালত বলেন আপিল বিভাগেই নির্দেশনা অনুযায়ী চলবেন তারা। রিভিউতে আদেশ পরিবর্তন হলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version