Site icon Jamuna Television

পতেঙ্গায় দুই লাইটার জাহাজের সংঘর্ষ: আরও ১ জনের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গোপসাগরে দু’টি লাইটার জাহাজের সংঘর্ষের ঘটনায় আরও ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ৪। নিখোঁজ অপর ২ জনকে উদ্ধার করেছে নৌপুলিশ ও কোস্টগার্ড।

গত বুধবার (১২ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায়, লাইটার জাহাজ এমভি সুলতান সানজার পাথর বোঝাই কোরে বহির্নোঙরে যাওয়ার সময় এমভি আকিজ লজিস্টিকস নামে আরেকটি লাইটার জাহাজের সাথে সংঘর্ষ হয়। এতে ডুবে যায় এমভি সুলতান সানজার।

এসময় জাহাজে থাকা ৯ জন ক্রুর মধ্যে ৩ জন সমুদ্রে লাফিয়ে পড়েন। পরে তাদের জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ৬ জনের সন্ধানে উদ্ধার অভিযানে নামে কোস্টগার্ড। তাদের মধ্যে এ নিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এসজেড/

Exit mobile version