Site icon Jamuna Television

অবশেষে মিললো অনুমতি

দুই বাংলার জনপ্রিয় কবির সুমন।

অবশেষে অনুমতি মিলেছে কবীর সুমনের গানের অনুষ্ঠানের। তবে জাতীয় জাদুঘরে না, সুমন গান গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে।

জানা গেছে, ভেন্যু পরিবর্তনের কারণে অনুষ্ঠানের সময়েও কিছুটা পরিবর্তন আনা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকায় পৌঁছেছেন কবীর সুমন। কিন্তু শেষ মুহূর্তে জাতীয় জাদুঘরে তার গানের অনুষ্ঠানের ভেন্যু নিয়ে তৈরি হয় জটিলতা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জাদুঘর গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় ওই এলাকায় অনুষ্ঠান করার অনুমতি তারা দেননি।

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার ঢাকায় গাইতে এসেছেন কবীর সুমন। সর্বশেষ এসেছিলেন ১৩ বছর আগে, ২০০৯ সালে।

/এসএইচ

Exit mobile version