Site icon Jamuna Television

গাইবান্ধায় ভোট বন্ধ করাকে পরিকল্পিত নাটক বলছেন নুর, জনগণকে কান না দেয়ার আহ্বান

গাইবান্ধার ভোট বন্ধ করে কমিশন ও সরকার পরিকল্পিত নাটক করেছে। জনগণকে এদিকে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

শৃুক্রবার (১৪ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের ন্যায্য বেতন সংক্রান্ত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যতই নাটক করেন নিরপেক্ষ সরকার ছাড়া ভোট হতে দেয়া হবে না। বিরোধী দলগুলো ভোটে অংশ নেবে না বলেও হুঁশিয়ারি তেন তিনি।

নুরের অভিযোগ, যখন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন হচ্ছে, তখন মামলা-হামলার মেশিন চালু করেছে সরকার। ভয় দেখিয়ে লাভ হবে না, বিজয় নিয়ে ঘরে ফিরবেন তারা।

/এডব্লিউ

Exit mobile version