Site icon Jamuna Television

চীনে কোভিড নীতি শিথিলের দাবিতে বিক্ষোভ

কোভিড নীতি শিথিলের দাবিতে বিক্ষোভ হয়েছে চীনে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানী বেইজিংয়ের বেশ কিছু স্থানে হওয়া বিক্ষোভে অংশ নেন আন্দোলনকারীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের বেশ কিছু ছবি এবং ভিডিও। এদিন শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানান তারা। সড়কে টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচলও বন্ধ করে দেয়া হয়।

গণ-নমুনা পরীক্ষার নিয়ম বাতিল, ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। পরে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় তাদের। চীনে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ঘটনা বিরল।

/এডব্লিউ

Exit mobile version