Site icon Jamuna Television

ভারতে জ্ঞানবাপি মসজিদ নিয়ে হিন্দু পক্ষের দাবি খারিজ করেছেন আদালত

ভারতের আলোচিত জ্ঞানবাপি মসজিদ নিয়ে হিন্দু পক্ষের দাবি খারিজ করে দিয়েছেন বারানসির একটি আদালত। মসজিদ চত্বরে পাওয়া কথিত শিবলিঙ্গের কোনো বৈজ্ঞানিক পরীক্ষা করা হবে না বলে রায় দিয়েছেন আদালত।

জি নিউজের একটি খবরে বলা হয়, কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত জ্ঞানবাপি মসজিদের অভ্যন্তরে পূজা করার অধিকার চেয়ে মামলা করেছিলেন পাঁচ হিন্দু নারী। তারা দাবি করেন, মসজিদ চত্বরে একটি পুকুরে শিবলঙ্গ বা ভগবান শিবের প্রতীক পাওয়া গিয়েছে।

শিবলিঙ্গ দাবি করা ওই স্থাপনার বৈজ্ঞানিক পরীক্ষারও আবেদন করা হয়। তবে মুসলিম আবেদনকারীরা সেই দাবি প্রত্যাখান করে বলেন, যেটাকে শিবলিঙ্গ বলা হচ্ছে, সেটি মূলত একটি ফোয়ারা।

/এডব্লিউ

Exit mobile version