Site icon Jamuna Television

যশোর সীমান্তে ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ

উদ্ধারকৃত স্বর্ণের বার।

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্নের বার জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, অগ্রভুলোট সীমান্ত দিয়ে ৩ পাচারকারী শরীরে ফিটিং করে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার করছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। এবং একপর্যায়ে বিজিবি পাচারকারীদের ধাওয়া করলে পাচারকারীরা একটি কালো রং এর ব্যাগ ফেলে পালিয়ে যায়। পড়ে থাকা ব্যাগ তল্লাশী করে সেখান থেকে ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃত স্বর্ণের মূল্য আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে পাচারের সময় অগ্রভুলোট সীমান্ত থেকে ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছেন বিজিবির সদস্যরা। তবে পাচারকারীরা ভারতে পালিয়ে।

/এসএইচ

Exit mobile version