Site icon Jamuna Television

২৬-০ ব্যবধানে জেতা ম্যাচে দুই বাংলাদেশিই দিয়েছেন ১৭ গোল!

ম্যাচ শেষে সাবিনা ও সুমাইয়া (সাবিনার ফেসবুক পেজ থেকে নেয়া ছবি)।

মালদ্বীপের ঘরোয়া ফুটবলে গোল করেই যাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। শুক্রবার (১৪ অক্টোবর) সাবিনার ১১ গোলে এমওয়াইএসকে ২৬-০ গোলে হারিয়েছে তার দল ধিবেহি সিফাইং ক্লাব। আর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি স্বরূপ ম্যাচ সেরা হয়েছেন সাবিনা।

এদিন, বাংলাদেশের আরেক ফুটবলার মাতসুশিমা সুমাইয়া করেছেন ৬ গোল। এটি সাবিনাদের দলের দ্বিতীয় জয়। ১১ গোল করে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার সাবিনা হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। এই ম্যাচটি হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। কিন্তু বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় ম্যাচ একদিন পিছিয়ে দেয়া হয়।

এর আগে, প্রথম ম্যাচে সাবিনা-সুমাইয়ারা হারিয়েছিলেন ফেনেকাকে। সাবিনাদের পরের ম্যাচ আগামী ১৭ অক্টোবর এমপিএল এর বিপক্ষে।

/এসএইচ

Exit mobile version