Site icon Jamuna Television

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিহত তিন বাংলাদেশি সেনা সদস্যের জানাজা সম্পন্ন

নিহত তিন সেনা সদস্যের কফিন।

মধ্য আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর হয়ে কর্মরত নিহত তিন বাংলাদেশি সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে অনুষ্ঠিত এ জানাজায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ ঢাকা সেনানিবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নিহত শান্তিরক্ষীদের সম্মানে তাদের কফিনে পুষ্পস্তবক অর্পন করেন সেনাপ্রধান। পরে নিহত সেনাসদস্যদের মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে করে তাদের নিজ নিজ গ্রামে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে আইইডি বিস্ফোরণে নিহত হন তিন বাংলাদেশি সেনা সদস্য। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত বাংলাদেশের ১২৯ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।

/এসএইচ

Exit mobile version