Site icon Jamuna Television

গাজীপুরে ভ্যানে বাসের ধাক্কায় চারজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর:

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় বাস চাপায় ভ্যানগাড়ি আরোহী চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন।

তিনি জানান, সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে একটু উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মাছের ভ্যানগাড়িতে ময়মনসিংহগামী বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে এরা সকলেই মাছ ব্যবসায়ী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় বাসটি আটক করে ডাম্পিং করা হলেও চালক চালক পলাতক রয়েছে।

এটিএম/

Exit mobile version