Site icon Jamuna Television

নতুন অর্থমন্ত্রী পেলো ব্রিটেন

ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন জেরেমি হান্ট।

ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। শুক্রবার (১৪ অক্টোবর) জেরেমি হান্টকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে দশ নম্বর ডাউনিং স্ট্রিট।

সম্প্রতি, কোয়াসি কোয়ার্টেং অর্থমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন জেরেমি হান্ট। ফলে এক বছরের মধ্যে চতুর্থবারের মতো অর্থমন্ত্রী নিয়োগ দেয়া হলো ব্রিটেনে।

এর আগে, দেশটির স্বাস্থ্য ও সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন হান্ট। এর আগে দুইবার দলের নেতৃত্বের দৌড়ে নামলেও সফল হতে পারেননি কনজারভেটিভ পার্টির এ সিনিয়র নেতা। লিজ ট্রাস ক্ষমতায় আসার পর ব্রিটেনের অর্থমন্ত্রী পদে নিয়োগ দেয়া হয় কোয়াসি কোয়ার্টেংকে। তবে ট্যাক্স ইস্যুতে বিতর্ক এবং অর্থনৈতিক সংকটের মুখে শুক্রবার পদত্যাগ করেন তিনি। তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পান জেরেমি।

/এসএইচ

Exit mobile version