Site icon Jamuna Television

মসজিদের সামনেই বেলুচিস্তানের সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা

নিহত বিচারপতি মোহাম্মদ নুর মেসকানজাই।

বেলুচিস্তান হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নুর মেসকানজাইকে গুলি করে হত্যা করা হয়েছে। ইতোমধ্যেই এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। খবর দ্য ডনের।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পাকিস্তানের খারান শহরের একটি মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

খারানের পুলিশ সুপার আসিফ হালিম বলেন, খারান এলাকায় মসজিদের বাইরে মুহম্মদ নুর মেসকানজাইকে হামলাকারীরা গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্শবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার তার মৃত্যু হয়। 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বিজেঞ্জো বলেছেন, মোহাম্মদ নুর মেসকানজাই পাকিস্তানকে যে সেবা দিয়েছেন তা অবিস্মরণীয় শান্তির শত্রুদের কাপুরুষোচিত আক্রমণ জাতিকে ভয় দেখাতে পারে না।

প্রসঙ্গত, পাকিস্তানে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে শরিয়াবিরোধী হিসেবে রায় দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন মোহাম্মদ নুর মেসকানজাই।

/এসএইচ

Exit mobile version