Site icon Jamuna Television

চট্টগ্রাম নগরীতে স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামের বাকলিয়ায় নিজ বাসায় খুন হয়েছেন ইলহাম বিনতে নাছির নামে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী। তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে নগরীর সৈয়দ শাহ রোডে ল্যান্ডমার্ক আবাসিক এলাকার লায়লা ভবনে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

১২ বছর বয়সী ইলহাম, মেরন সান স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকাল পৌনে ৮টার দিকে বড় মেয়ে ইলহাম ও আড়াই বছর বয়সী ছোট মেয়েকে বাসায় রেখে মেজো মেয়ে জারিনকে স্কুলে পৌঁছে দিতে যান মা নাছরিন আকতার। এক ঘন্টা পর বাসায় ফিরে দেখেন গলা কাটা অবস্থায় বিছানায় পড়ে আছে ইলহাম। তার চিৎকারে প্রতিবেশীরা এসে ইলহামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ, সিআইডি, পিবিআই ও গোয়েন্দারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি চুরি ডাকাতি নাকি পরিকল্পিত হত্যা সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ।

Exit mobile version