Site icon Jamuna Television

গোপালগঞ্জে বাড়ির উঠান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসদুপুরের দিঘিরপাড় গ্রাম থেকে মো. সিরাজ শেখ (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিরাজ শেখ মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়েনের দিঘিরপাড় গ্রামের বাসিন্দা।

শনিবার (১৫ অক্টোবর) সকাল ছয়টার দিকে নিজ বাড়ির উঠান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর মিয়া নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, সিরাজ শেখ ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। পরে সকাল ছয়টার দিকে তার মৃতদেহ নিজ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে তার পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর মিয়া জানান, নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এসজেড/

Exit mobile version