Site icon Jamuna Television

চাঁদপুরে নৌ-পুলিশের অভিযানে ৩৫ জেলে আটক

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৩৫ জেলেকে আটক করা হয়েছে। গেলো ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনার বিভিন্ন এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনাকালে তাদের আটক করে নৌ-পুলিশ।

নৌ-পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ১২ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে এবং ১৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বাকি ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এছাড়াও অভিযানে ৯৩ কেজি ইলিশ মাছ ও প্রায় ৫০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মাছগুলো বিভিন্ন এতিমখানা বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান চাঁদপুর সদর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।

এটিএম/

Exit mobile version