Site icon Jamuna Television

ইরানে বিক্ষোভে ২৮ শিশুর মৃত্যু

ইরানে চলমান বিক্ষোভ সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে ২৮ শিশুর। আহত কয়েকশ’ শিশু। এদের বেশিরভাগই সিস্তান-বালুচিস্তান প্রদেশে। খবর রয়টার্সের।

এ তথ্য জানিয়েছে ইরানের শিশু অধিকার সুরক্ষা সোসাইটি আই সিআরপিএস। ২৬ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইরানের মানবাধিকার সংস্থা HRANA. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’র সাম্প্রতিক প্রতিবেদনেও উঠে আসে শিশু নির্যাতনের বিষয়টি।

১৯ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের শেষ ১০ দিনেই নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হয় ২৩ শিশুর। এদের মধ্যে ১১ থেকে ১৭ বছর বয়সী ২০ কিশোর রয়েছে। বাকি তিনজন কিশোরী যাদের দু’জনের বয়স ১৬ ও একজনের ১৭ বছর। এছাড়া দেশটিতে হিজাব ইস্যুতে চলমান বিক্ষোভ থেকে আটক করা হয়েছে শতাধিক শিশুকে। মানসিক স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে তাদের। দেশটিতে সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২২২ জনের।

এটিএম/

Exit mobile version