Site icon Jamuna Television

ইরানে বিক্ষোভরত নারীকে যৌন হয়রানি একদল পুলিশের

ইরানে বিক্ষোভরত এক তরুণীকে আটকের সময় যৌন নির্যাতন চালিয়েছে দাঙ্গা পুলিশ। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর বিবিসির।

যেখানে দেখা যায়, তেহরানের আর্জেন্টিনা স্কয়ারে এক নারীকে ঘিরে রয়েছেন একদল পুলিশ। তার গলা চেপে ধরে জোর করে নিয়ে যাওয়া হয় বাইকে বসা কর্মকর্তাদের মাঝে। সেসময় শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় তাকে। পড়ে গেলে ঘিরে ধরেন পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে থাকা যান চালকেরা একসাথে হর্ন বাজাতে শুরু করেন, যা চলমান বিক্ষোভে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এক পর্যায়ে উঠে দাঁড়িয়ে দৌঁড়ে পালিয়ে যান আক্রান্ত নারী।

এ ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে আন্দোলনকারীদের মধ্যে। ‘ন্যায় বিচার’ ও দেশটির পুলিশ প্রধানের পদত্যাগ দাবি করছেন অনেকে। তেহরান পুলিশের মুখপাত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটি।

এটিএম/

Exit mobile version