Site icon Jamuna Television

ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় ইঞ্জিনচালিত করিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাফি হোসেন (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

নিহত রাফি উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের মুজিবর হোসেনের ছেলে। তিনি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় রাফি বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী নাদপাড়ার উদ্দেশে রওয়ানা হন। পথে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের জোয়ার্দার পাড়ায় পৌঁছালে একটি পাটকাঠি বোঝাই ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন রাফি। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যান। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

এটিএম/

Exit mobile version