Site icon Jamuna Television

কম্বোডিয়ায় নৌকাডুবিতে ১১ শিশুর প্রাণহানি

কম্বোডিয়ায় নৌকা ডুবে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১১ শিশু। শনিবার, প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। শনিবার (১৫ অক্টোবর) কান্দাল প্রদেশের মেকোং নদীতে হয় এ দুর্ঘটনা।

জানা যায়, স্কুল শেষে শিক্ষার্থীদের নিয়ে যাত্রা করে নৌযানটি। পথিমধ্যে মাঝনদীতে থাকাকালে আকস্মিক তলিয়ে যায় সেটি। ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখনও পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার বয়স ১১ থেকে ১৪ বছরের মধ্যে।

প্রাদেশিক পুলিশ চিফ রয়টার্সকে জানান, মূলত অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে তলিয়ে যায় নৌকাটি। লাইফ জ্যাকেটসহ কোনো প্রকার সুরক্ষা ব্যবস্থা না থাকায় বেড়েছে নিহতের সংখ্যা।

এ ঘটনায় প্রধানমন্ত্রী হুন সেন হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এটিএম/

Exit mobile version