Site icon Jamuna Television

চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৩ শ্রমিক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের পতেঙ্গায় তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টা ৪৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ৩ শ্রমিক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশের একমাত্র তেল শোধনাগারের একটি অংশ থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন শ্রমিকরা। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে দমকল বাহিনীর ৬টি ইউনিট এবং নৌ ও বিমান বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লাগতে পারে। এতে ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি কর্তৃপক্ষের। এ ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিপিসি।

এসজেড/

Exit mobile version