Site icon Jamuna Television

দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর

বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৩৬ লাখ। এর মধ্যে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান। বেড়েছে গড় আয়ুও। বিকেলে, ভাইটাল স্ট্যাটিসটিকসের সারসংক্ষেপ প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো – বিবিএস।

বলা হয়, দেশের ৩০ ভাগ মানুষের বয়স এখন ১৫ বছরের নীচে। মোট জনসংখ্যার ৮ কোটি ১৯ লাখ পুরুষ ও ৮ কোটি ১৭ লাখ নারী। যদিও এখনও প্রায় ৮৫ ভাগ পরিবারের প্রধান পুরুষরাই।

বিবিএসের দাবি, বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১ বছর ৬ মাস থেকে বেড়ে দাড়িয়েছে ৭২ বছরে। তবে পুরুষের চেয়ে বেশিদিন বাঁচেন নারীরা। দেশে আগের তুলনায় তালাক ও পৃথক বসবাসের প্রবণতাও বেড়েছে।

পরিকল্পনামন্ত্রী জানান, আগের চেয়ে মানুষের জীবনযাপন ভালো হওয়ায় গড় আয়ু বেড়েছে। অর্থনীতির সূচকেও এগোচ্ছে বাংলাদেশ। তার ওপর জনমিতি লভ্যাংশ বাড়াতে প্রতিনিয়ত কাজ করছে দেশের মানুষ।

Exit mobile version