Site icon Jamuna Television

জার্মানি না সুইডেন? নাকি দুটোই?

রাশিয়া বিশ্বকাপ যেন উত্তেজনার পসরা সাজিয়ে বসেছে। প্রায় প্রতিটি গ্রুপেই শেষ ম্যাচে আগে বলা যাচ্ছে না, কোন দুটি দল পরবর্তী ধাপে উন্নীত হবে। মঙ্গলবার ‘ডি’ গ্রুপ থেকে শেষ পর্যন্ত শেষ ষোলোই জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া-আর্জেন্টিনা। আজও গ্রুপ ‘এফ’র পালা। যেখানে প্রতিটি দলের সামনে সুযোগ আছে শেষ ষোলোয় জায়গা করে নেয়ার।

দেখে নেওয়া যাক গ্রুপ ‘এফ’র পয়েন্ট তালিকা-

গ্রুপ-এফ’র এখনকার সমীকরণ অনুযায়ী পরবর্তী ধাপে উঠার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে মেক্সিকো।
আর কঠিন সমীকরণে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, জার্মানি-সুইডেনের পথটাও খুব সহজ বলা যাচ্ছে না। অনেক যদি, কিন্তু হিসেব থাকছেই।

মেক্সিকো: হিসেবটা তুলনামূলক সহজ। সুইডেনের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন।

সুইডেন: জার্মানি কোরিয়ার বিপক্ষে হারলে তাদের ড্র করলেই চলছে। কিন্তু সেটি হওয়া রীতিমতো অসম্ভব। ফলে, জার্মানির জয় ধরে নিয়ে মেক্সিকোর বিপক্ষে  ভালোভাবেই জিততে হবে সুইডেনের। কারণ, সেক্ষেত্রে গোলের হিসেবই মুখ্য হয়ে ধরা দেবে।

জার্মানি: সুইডেনের মতোই সমীকরণ। দক্ষিণ কোরিয়াকে হারাতে হবে এবং মেক্সিকো যেন কোনোভাবে সুইডেনের কাছে না হারে সে আশা করবে। জার্মানি ও সুইডেন দুই দলই যদি ড্র করে, তাহলে যার গোল বেশি সে যাবে। তবে হেড টু হেড গোল হিসেবে এগিয়ে আছে জার্মানরা।

দক্ষিণ কোরিয়া: অবশ্যই জার্মানিকে হারাতে হবে এবং সুইডেনকে মেক্সিকোর কাছে হারতে হবে। গোল ব্যবধানেও এগিয়ে যেতে হবে। ফলে জার্মানির জালে এক হালি গোল না দিলেই নয়!

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version