Site icon Jamuna Television

বীর মুক্তিযোদ্ধা বাবর আলী বিশ্বাস মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং ১২ নম্বর নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ বাবর আলী বিশ্বাস মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শনিবার (১৫ অক্টোবর) সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার। তিনি বেশকিছুদিন ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। দুপুরে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে বাগুটিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা দীর্ঘ ১২ বছর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং ১৬ বছর ১২ নম্বর নিত‍্যানন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বাগুটিয়া গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বাবর আলী মৃত্যুর আগে সেখানকার সভাপতির দায়িত্ব সামলেছেন।

/এডব্লিউ

Exit mobile version