রাজধানীর যাত্রাবাড়ীতে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে আবু সায়েম নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৮ নম্বর বাসের সুপারভাইজারের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় সায়েমের। এক পর্যায়ে তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সহকারী। বাস থেকে পড়ে তুরাগ পরিবহনের নিচে চাপা পড়ে মৃত্যু হয় সায়েমের।
নিহতের এক চাচাতো ভাই জানান, সায়েমের ছোট ভাই-ই ৯৯৯-এ কল দিয়ে বলে, একটি মৃতদেহ পড়ে আছে। অথচ সে জানে না, এটি তার ভাই। প্রশ্ন তোলেন, জীবনের নিরাপত্তাটা কোথায়?
এই ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বাসের চালক ও সহকারীকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়। আর চালক ও সহকারীকে আটক করে নিয়ে যায় পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ময়না তদন্তের জন্য আবু সায়েমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ সংক্রান্ত ভিডিও প্রতিবেদনটি দেখতে লিঙ্কে ক্লিক করুন।
/এনএএস
Leave a reply