চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির গণসমাবেশ ফ্লপ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ।
শনিবার (১৫ অক্টোবর) সকালে জেলা সার্কিট হাউজে চট্টগ্রাম আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে এক বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। দাবি করেন, এরচেয়ে জব্বারের বলীখেলায় বেশি মানুষের সমাগম হয়।
তথ্যমন্ত্রী বলেন, সারাদেশ থেকে মানুষ জড়ো করেও মাঠের এক তৃতীয়াংশ পূর্ণ করতে পারেনি দলটি। বৈঠকে বিএনপির এই সমাবেশের পাল্টা জবাব হিসেবে আগামী মাসে চট্টগ্রাম নগরী ও উপজেলাগুলোতে সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ।
/এমএন

