Site icon Jamuna Television

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৪ রোগী

ফাইল ছবি।

কমছে না ডেঙ্গুর চোখ রাঙানি। আর তাতে সারাদেশে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৭৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৮৮৯ জনে দাঁড়িয়েছে। আর চলতি বছরে মৃত্যু হয়েছে ৮৯ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৬৮ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৬ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯৯২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৮৯৭ জন।

উল্লেখ্য, গত ১৩ অক্টোম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। এটি চলতি বছরে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

/এমএন

Exit mobile version