Site icon Jamuna Television

উখিয়ায় ছুরিকাঘাতে ২ রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভী মো. ইউনুস।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বালুখালী ১৯ নম্বর ক্যাম্পের ১৮/এ ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া-৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুখ আহমেদ জানান, বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৮/এ ব্লকে ১৫ থেকে ২০ জনের একদল দুষ্কৃতকারী মো. আনোয়ার ও মো. ইউনুসের ওপর হামলা চালায়। এ সময় মাঝিরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে ক্যাম্পের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলছিল। দুষ্কৃতকারীরা দুই জনকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক ও এপিবিএন পুলিশ তাদের ২ জনকে পার্শ্ববর্তী আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. ইউনুসকে মৃত ঘোষণা করেন। অপরজন মো. আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে এবিপিএনের পক্ষ থেকে। দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানানো হয়।

/এমএন

Exit mobile version