Site icon Jamuna Television

১২ বছর ধরে ‘নৌকা কাটিং’!

পেছন থেকে দেখলে ধন্দে পড়তে হয়। একি চুল না অন্য কিছু? গাজীপুর সিটি নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকদের বিজয় উল্লাসে দেখা গেলো এই নৌকা সমর্থককে। নাম শেখ নুরুল ইসলাম। পেশায় একজন রং মিস্ত্রী। সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ১২ বছর ধরেই নৌকার ডিজাইনে মাথার চুল কামাচ্ছেন!

কেন এমন কাণ্ড? জানালেন, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই এমনটা করা। ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার। তার এই ভালোবাসা মেনে নিয়েছেন পরিবাবের সবাই।

না মেনেই বা উপায় কি? শেখ নুরুল ইসলামের সাফ কথা, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার জন্য ফাঁসির মঞ্চেও যেতে রাজি আছেন তিনি। একেই বলে ভালোবাসা।

যমুনা অনলাইন: আরআর/টিএফ

Exit mobile version