Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত

পারমাণবিক সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আইএনএস অরিহন্ত বঙ্গোপসাগরে একটি সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইলের (এসএলবিএম) সফল উৎক্ষেপণ করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণায় জানায়, পারমাণু শক্তি চালিত সাবমেরিন থেকে এই ব্যালিস্টিক মিসাইলটি ছোড়া হয়। মিসাইলটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হয়েছে বলেও জানানো হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ভারতীয় ব্যালিস্টিক মিসাইলটি পানির নিচ থেকে পাকিস্তান ও চীনের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটির সীমা সাড়ে ৭শ কিলোমিটার।

যুদ্ধ-সংঘাত, আর ভূরাজনৈতিক ইস্যুতে যখন বিশ্বজুড়ে উত্তেজনা, সে সময়ে সামরিক শক্তি বাড়ানোর দিকে নজর বাড়িয়েছে মোদি সরকার। পরীক্ষাটির সফলতাকে ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার একটি স্তম্ভ হিসেবে দেখছে ভারত।

/এডব্লিউ

Exit mobile version